Posts

Image
  ক্রিকেট ভারতের কাছে বড় হারে উল্টোপিঠও দেখল বাংলাদেশের মেয়েরা মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আগের ম্যাচে  মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে  ১২০ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ সেই দলটিই সুপার ফোর শুরু করল বড় হারের স্বাদ নিয়ে। কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে ভারতের বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান তুলতে পারে বাংলাদেশ। ১২.১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে রানটা পেরিয়ে যায় ভারতীয়রা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা খারাপ ছিল না। ফাহমিদা ছোঁয়া ও ইভা উদ্বোধনী জুটিতে ৫.২ ওভারে তোলেন ২৭ রান। ষষ্ঠ ওভারেই ছন্দপতন। ভারতের বাঁহাতি স্পিনার আয়ুশি শুক্লা চার বলের মধ্যে ফিরিয়ে দেন ইভা (১৯ বলে ১৪) ও ফাহমিদাকে (১৪ বলে ১০)। ২৭ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ১৪তম ওভারে ৪৬ রানে হারায় সপ্তম উইকেট। সেখানে দলের রানটাকে ৬২ রানে নিয়ে যায় ফারজানা ইয়াসমিন (২১ বলে ৮) ও নিশিতা আক্তার (১৭ বলে ১০)। শেষ ওভারের প্রথম বলে নিশিতার বিদায়ের পর শেষ ৫ বলে বাংলাদেশ তোলে ১৮ রান। ৪ বলে ১টি করে চার-ছক্কায় এর ১১ রানই করেন ১০ নম্বর ব্যাটার হাবিবা ইসলাম। বাকি ৫ রান আসে ওয়াইড থে...
Image
নিয়োগ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন–ভাতার পাশাপাশি আছে গাড়ি বেসরকারি প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: চিফ মার্কেটিং অফিসার পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার বা যেকোনো বিষয়ে এমএসসি অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সিডস, অ্যাগ্রোকেমিক্যালস, ফার্টিলাইজারস, ফার্ ম ম েশিনারি বা ক্রপ প্রোটেকশন প্রোডাক্টস মার্কেটিংয়ে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে। কর্মস্থল: এসিআই সেন্টার, ঢাকা বেতন–ভাতা: বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী জীবন বিমা, দুপুরের খাবার, স্বাস্থ্যসুবিধা ও সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে। আরও পড়ুন

Bad Boys For Life full movie review

Image
    This production marks the return, 25 years later, of two rebel policemen, such as detectives Mike Lowrey and Marcus Burnet, on a new and final mission, before retiring, who bring great doses of humor and lots of action, in this third installment of the saga, where as in the previous ones humor is mixed with action.    They wanted these two characters to return to the screens after the good taste in their mouths left in the two previous installments of Two rebel policemen (1995) and Two rebel policemen II (2003), both directed by Michael Bay.    And after many efforts by Will Smith, above all, they have returned but this time directed by the filmmakers of Belgian nationality, although of Moroccan origin, Adil El Arbi and Bilal Fallah, responsible for films such as Black (2015) and Gangsta (2018 ), two titles that opened the doors of Hollywood cinema.    Now Detective Mike Lowrey asks his friend Marcus Burnett, ...
Image
কাশেম সোলেইমানি: ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ইরাকে অবস্থিত দুইটি মার্কিন বিমান ঘাঁটিতে ১২টির বেশি ব্যালেস্টিক মিসাইল হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগন জানিয়েছে, ইরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিতে মিসাইল হামলা হয়েছে। ইরান থেকেই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দেশটির শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার জবাব হিসাবে এই হামলা করা হয়েছে। ইরাকের আল-আসাদ নামের ওই বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি মিসাইল হামলা করে। হোয়াইট হাউজ পরিস্থিতির ওপর নজর রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ওই এলাকায় যুক্তরাষ্ট্রের ও সহযোগীদের সকল কর্মীকে রক্ষায় দরকারি সব ব্যবস্থা নেয়া হবে। তবে এই মিসাইল হামলায় কেউ হতাহত হয়েছে কিনা, তা এখনো পরিষ্কার নয়। হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, '' ইরাকের একটি মার্কিন ঘাঁটিতে হামলার খবরের ব্যাপারে আমরা সচেতন রয়েছি। প্রেসিডেন্ট এ বিষয়ে অবহিত হয়েছেন এবং তিনি গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ও জাতীয় নিরা...